Tense কাকে বলে? Tense কত প্রকার? ও ১২ টি Tense এর structure

 প্রিয় বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই Tense সম্পর্কে জেনেছি এবং আমরা ক্লাস 4-5 থেকেই আমরা Tense সম্পর্কে অনেক কিছুই শিখেছি কিন্তু তা শেখার পরেও আমাদের অনেক সময় Tense এর ব্যবহার গুলো মনে আসে না তাই আজকে আমরা Tense কাকে বলে? Tense কত প্রকার? এবং ১২ টি Tense এর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। আবার আমাদের অনেকের কাছেই এখনো পর্যন্ত Tense এর মূল বিষয়টা বুঝতেই পারি না আসলে Tense কি Tense কি আসলেই কঠিন। 

Tense

গ্রামে অংশের একটি মূল বিষয় হলো এই Tense বা কাল আজকে আমরা আমাদের এই পোস্টে Tense এর ব্যবহার ও Tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালী এবং Tense এর উদাহরণসহ কথা বলব তাই আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা ১২ টি Tense এর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা শুরু করা যাক। আজকে আমরা Tense এর পুরো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা আপনাদের কাছে Tense একদম পানির মতো সহজ হয়ে যাবে তাই Tense সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ Tense কাকে বলে? Tense কত প্রকার? ও ১২ টি Tense এর structure বা গঠনপ্রনালী।

Tense অর্থ কি?

যেহেতু Time অর্থ সময়

সেহেতু Grammar ক্ষেত্রে,

Tense অর্থ হল সময় বা কাল।

Tense কাকে বলে?

আমরা অতি সহজ ভাবে বলতে পারি যে, 

Verb অর্থ ক্রিয়া এবং Tense অর্থ সময় বা কাল তাই এক কথায় আমরা বলতে পারি যে ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়টাকে Tense বা কাল বলা হয় 

অথবা,

আমরা আরো সহজ ভাবে বলতে পারি যে, ক্রিয়ার কালকে Tense বলা হয় 

Tense কত প্রকার?

Tense প্রধানত তিন প্রকারঃ

  • Present tense
  • Past tense
  • Future tense 

কাজ ভেদে Tense এর প্রত্যেককে চারভাগে বিভক্ত করে মোট ১২টি Tense ভাগ করা হয়েছে। যেমনঃ

Present tense এর প্রত্যেককে চারভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

  • Present indefinite tense
  • Present continuous tense
  • Present perfect tense 
  • Present perfect continuous tense

Past tense এর প্রত্যেককে চারভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

  • Past indefinite tense
  • Past continuous tense
  • Past perfect tense 
  • Past perfect continuous tense

Future tense এর প্রত্যেককে চারভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

  • Future indefinite tense
  • Future continuous tense
  • Future perfect tense 
  • Future perfect continuous tense

১২ টি Tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালীঃ

প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা চেঞ্জ কত প্রকার এবং Tense এর বিভক্তিভাবে কত প্রকার এই বিষয়টি আপনারা বিস্তারিত জেনেছেন এখন আপনাদেরকে ১২ টি Tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করা হবে তাহলে আপনারা ১২ টি Tense এর স্ট্রাকচার বা গঠন প্রনালী সম্পর্কে জানতে হলে নিচে বিস্তারিত পড়ুন।

Present tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালীঃ

Present indefinite tense

Structure: subject + verb এর present form +object

Example: I read a book

                  You read a book

                  They go to school 

Present continuous tense

Structure: subject + am/is/are+verb এর সাথে ing+object 

Example: I am reading a book

                  He is singing song

Present perfect tense 

Structure: subject+have/has+ed+past participle (p.p)

Example: I have done the work

                 She has cooked in rice 

Present perfect continuous tense

Structure: subject+have been/has been+verb এর সাথে ing+object

Example:I have doing the work for three days

              He has been working the day

Past tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালীঃ

Past indefinite tense

Structure: subject+verb এর past form+object 

Example:I went to school

                 He spent his boyhood in paris

Past continuous tense

Structure: subject+was/were+verb এর সাথে ing+object 

Example:I was doing the work

                 You were learning mathematics 

Past perfect tense 

Structure: subject+had+মূল verb এর past participle form+object

Example: The train had started before I reached the station

   We had reached hotel before the sun set

Past perfect continuous tense

Structure: subject+had been+verb+ing+object 

Example: They had been doing the work for a week

      Mr. Hasan had been teaching there for two years.

Future tense এর স্ট্রাকচার বা গঠন প্রণালীঃ

Future indefinite tense

Structure: subject+shall/will+মুল verb এর present form+object

Example: I shall go to cittagong

                You will do this work

Future continuous tense

Structure: subject+shall be/will be+ মূল verb এর সাথে ing+object

Example: I shall be doing the work

              Mother will be reading a holy quran

Future perfect tense 

Structure: subject+shall have/will have+মূল verb এর past participle form বসে +object

Example:I shall have done the work before my mother comes

              She will have done the work by this time.

Future perfect continuous tense

Structure: subject+shall have been/will have been+ মূল verb এর সাথে ing +object

Example: I shall have been reading for two hours

She will take a rest after she will have been walking for one hours 

শেষ কথাঃTense কাকে বলে Tense কত প্রকার ও ১২ টি Tense এর structure শেষ কথা

বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি Tense কাকে বলে? Tense কত প্রকার? ও ১২ টি Tense এর structure সম্পর্কে আলোচনা করেছি  যদি আরো কিছু জানার থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। ২০২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বন্ধুমহল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url