ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় যে দোয়া পড়তে হয়

   

ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়লে আল্লাহ তায়ালা খুশি হোন এবং সারা রাতে দোয়া পড়ে ঘুমানোর কারণে আমাদের উপর রহমত  বর্ষিত হয় । তাছাড়া দোয়া পড়ে ঘুমালে শয়তান বা জিন কোন কিছু আমাদের ক্ষতি করে না বা ক্ষতি করতে গেলে বাধা পায়। আমাদের নবীর সুন্নত হিসেবে ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়া উচিত। এই পোস্টে আমরা ঘুমানোর দোয়া ও এর সাথে সম্পর্কিত সকল বিষয় সম্পর্কে জান।







ঘুমানোর দোয়া কি ?

যে দোয়া আমরা ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় পড়ে  থাকি সেই দোয়াকে ঘুমানোর দোয়া বলে।ঘুমানোর দোয়া হাদিস শরীফে কয়েকটি বর্ণিত হয়েছে। তবে সবগুলো দোয়া পড়তে না পারলে তাদের মধ্যে ছোট এ দোয়াটি পড়া যায় ঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"। অর্থঃ "হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।

ঘুমানোর আগে কোন দোয়া পড়া উচিত ?

ঘুমানোর দোয়া হাদিস শরীফে কয়েকটি বর্ণিত হয়েছে। তবে সবগুলো দোয়া পড়তে না পারলে তাদের মধ্যে ছোট এ দোয়াটি পড়া যায় ঃ 
ঘুমানোর আগের দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"
অর্থঃ "হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।

আমার ঘুম আসে না কেন ?

বিভিন্ন জাতীয় খাবার যেমন-মদ্যপান ,চা-কফি,চকলেট ঘুমের ব্যাঘাত ঘটায়। ২০ মিনিটের বেশি দিনের বেলায় ঘুমানো ভালো না। ঘুম না হলে অস্থির হয়ে পড়া বা কোন ওষুধ খাওয়া উচিত নয়। বিভিন্ন  গুরুতর জটিলতা  জন্য দায়ী দীর্ঘমেয়াদি অনিদ্রা। ঘুম না এলে অস্থির হওয়া যাবে না।

ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ ?

ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ নিচে দেওয়া হলঃ
ঘুমানোর  দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"
অর্থঃ "হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।

ঘুম থেকে উঠার দোয়া বাংলা অর্থসহ ?

ঘুম থেকে উঠার দোয়াঃ "আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা'মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।"

অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান (বুখারী,হাদিস-৬৩২৪ )

তাড়াতাড়ি ঘুমানোর দোয়া ?

তাড়াতাড়ি ঘুমানোর দোয়াঃ " আল্লাহুম্মা আস্লামতু নাফসী ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা ওয়া ফাউওয়াযতু আমরী ইলাইকা ওয়ালজা'তু যাহরী ইলাইকা রাগ্বাত ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা'আ মিনকা ওয়া লা মানজা'আ মিনকা  ইল্লা ইলাইকা আ-মানতু বিকাতা-বিকা। আল্লাজি আনঝালতা ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালাত।"

অর্থঃ হে আল্লাহ!আমি নিজেকে তোমাতে সমর্পণ করলাম, তোমার দিকে মুখ ফিরালাম, আমার কাজ তোমার প্রতি ন্যস্ত করলাম এবং তোমার প্রতি ভয় ও আগ্রহ নিয়ে তোমার আশ্রয় গ্রহন করলাম। তুমি ছাড়া কোন আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। তোমার প্রেরিত কোরআনের প্রতি  ঈমান আনলাম এবং তোমার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ঈমান আনলাম।
( সহীহ বুখারী ও মুসলিম )

ঘুমানোর দোয়া আরবি ?


ঘুমানোর দোয়াঃ " আল্লাহুম্মা আস্লামতু নাফসী ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা ওয়া ফাউওয়াযতু আমরী ইলাইকা ওয়ালজা'তু যাহরী ইলাইকা রাগ্বাত ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা'আ মিনকা ওয়া লা মানজা'আ মিনকা  ইল্লা ইলাইকা আ-মানতু বিকাতা-বিকা। আল্লাজি আনঝালতা ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালাত।"

ঘুমানোর  দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"

তাড়াতাড়ি ঘুমানোর দোয়া বাংলা ?

তাড়াতাড়ি ঘুমানোর দোয়াঃ " আল্লাহুম্মা আস্লামতু নাফসী ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা ওয়া ফাউওয়াযতু আমরী ইলাইকা ওয়ালজা'তু যাহরী ইলাইকা রাগ্বাত ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা'আ মিনকা ওয়া লা মানজা'আ মিনকা  ইল্লা ইলাইকা আ-মানতু বিকাতা-বিকা। আল্লাজি আনঝালতা ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালাত।"

ঘুমানোর  দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"

ছোট বাচ্চাদের ঘুমানোর দোয়া ?

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আদরের নাতি হাসান হুসাইনের জন্য পরিত্রাণ চাইতেন এই দোয়ার মাধ্যমে।

ছোট বাচ্চাদের ঘুমানোর দোয়াঃ আউ'জু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিং কুল্লি শাইত্ব-নিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ'ইনিল লা-ম্মাহ।

অর্থঃ প্রত্যেক-শয়তান হতে আল্লাহুর পূর্ণ কালেমার দ্বারা তোমাদের দুজনের জন্য পরিতান চাচ্ছি। আর পরিএান চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে। (বুখারি, মিশকাত) 

মসজিদের ঘুমানোর দোয়া ?

মসজিদে ঘুমানোর জন্য  বিশেষ কোন দোয়া নেই। আমরা ঘুমানোর সময় যে দোয়া পড়ে থাকি সে দোয়া পড়লেই হবে।

ঘুমানোর  দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"
 অর্থঃ "হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।

ঘুমানোর দোয়া ছবি ?


ঘুমানোর দোয়া ছবি নিচে দেওয়া হলোঃ


ঘুমানোর আগের দোয়াঃ "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া"
অর্থঃ "হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।

ঘুম থেকে উঠার দোয়া ছবি ?


ঘুম থেকে উঠার দোয়া ছবি নিচে দেওয়া হলোঃ
ঘুম থেকে উঠার দোয়াঃ "আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা'মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।"

অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান (বুখারী,হাদিস-৬৩২৪ )

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বন্ধুমহল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url