বাংলা আর্টিকেল লিখে আয় করুন ঘরে বসে বিস্তারিত জেনে নিন

  বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন ফোন অথবা  কম্পিউটারের মাধ্যমে । আর পেমেন্ট পাবেন বিকাশে । যদি আপনি বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। বাংলা আর্টিকেল লিখে আপনি সর্বনিম্ন ৩০০০/= টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০০/= টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

বাংলা আর্টিকেল লিখে আয়

পেইজ কনটেন্ট সূচিপএঃ বাংলা আর্টিকেল লিখে আয় করুন ঘরে বসে

অর্ডিনারি আইটি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যানন্সিং ইনস্টিটিউট । আর অর্ডিনারি আইটি দিচ্ছে আপনাকে বাংলা আর্টিকেল লিখে আয় করার সুযোগ তাও   আবার  ঘরে বসে । আপনি চাইলে ঘরে বসে অথবা সরাসরি ইনস্টিউট এ গিয়ে কাজ করতে পারেন।

কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করবেন ?

প্রথমে আপনাকে আবেদন করতে হবে। পরর্বতীতে অর্ডিনারি আইটি আপনার সাথে যোগাযোগ করবে। আবেদনের সময় সচল ফোন নাম্বার দিতে হবে যেন আপনার সাথে যোগাযোগ করা যায়। তারপর ৭ দিনে কোর্স করতে হবে । এই কোর্সটি অনলাইন অথবা অফলাইন  যেকোন মাধ্যমে করা যাবে । তবে অনেকে ২/৩ দিনে কোর্সটি সম্পূণ করে ফেলে।  

আরো পড়ুনঃ কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আয় করা যায় দেখে নিন

কোর্সটি করার জন্য আপনাকে ফি প্রদান করতে হবে । তবে প্রথম মাসের বেতনের  সাথে সেই ফি ফেরত দিতে পারে। এই বিষয়ে অর্ডিনারি আইটি ফোনে অথবা ইমেলে যোগাযোগের মাধ্যমে জানিয়ে দিবে। 

৩০০০/= টাকা থেকে ৮০০০/= টাকা  কিভাবে আয় করবেন ?

৩০০০/= টাকা থেকে ৮০০০/= টাকা  আয় করার জন্য জেনারেল রাইটার টিমে কাজ করতে হবে।
জেনারেল রাইটার টিমঃ
  1. প্রতিদিন ২ টি করে পোস্ট জমা দিতে হবে ।
  2. প্রতি ৭ দিনে বাধ্যতামূলক ১৪ টি পোস্ট জমা দিতে হবে।
  3. প্রতিটি পোস্ট নূন্যতম ৬০০ শব্দের লিখতে হবে ।
  4. ৩০ দিনে ৬০ টি  পোস্ট জমা দেওয়ার পর বেতন প্রদান করা হবে।

৯০০০/= টাকা থেকে ১৫০০০/= টাকা  কিভাবে আয় করবেন ?

৯০০০/= টাকা থেকে ১৫০০০/= টাকা  আয় করার জন্য এলিট রাইটার টিমে কাজ করতে হবে।
এলিট রাইটার টিমঃ
  1. প্রতিটি  পোস্টের জন্য নূন্যতম ৩০০ থেকে ৫০০ টাকা বেতন দেওয়া হবে ।
  2. প্রতি ৩০ টি পোস্ট জমা দেওয়া সম্পন্ন হলে সেটাকে ১ মাস ধরা হবে।
  3. প্রতিটি পোস্ট নূন্যতম  ২/৩ হাজার শব্দের লিখতে হবে ।
  4. প্রতিদিন অন্তত একটা  পোস্ট জমা দিতে হবে।
  5. ইচ্ছা স্বাধীন কাজ করা যাবে ও প্রয়োজনে যকোন সময় বেতন নেওয়া যাবে।

হাতে দিয়ে না লিখে মুখে কথা বলে টাইপিং করব কিভাবে ?

হাত দিয়ে আর্টিকেল লিখতে অনেক সময় লাগে তবে মুখে কথা বলে টাইপিং করলে সময় কম লাগবে ও কষ্ট কম হবে। তাই কীভাবে হাতে দিয়ে না লিখে মুখে কথা বলে টাইপিং করা যায় জানার জন্য নিচে ক্লিক করুন।

 সময় কতক্ষণ দিতে হবে ?

সময় নির্ভর করবে আপনার কাজের উপর। তবে প্রতিদিন ২ থেকে ৪ ঘন্টা  যেকোন সময় কাজ করা যাবে। প্রতিদিন ২ টি করে পোস্ট লিখে জমা দিতে হবে। এখন ২ টি করে পোস্ট লিখতে আপনার সময় কত লাগাবেন সেটা আপনার উপর । অর্ডিনারি আইটি কোন বিষয়ে  পোস্ট লিখতে হবে তা আপনাকে জানিয়ে দেবে।


কিভাবে আবেদন করতে হবে ?

নিচে আবেদন করার জন্য ক্লিক করতে হবে । তারপর সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। তথ্য  পূরণ  করা সম্পূর্ন হলে Submit বাটনে ক্লিক করতে হবে।

কোর্স ফি কিভাবে প্রদান করব ?

কোর্স ফি বিভিন্ন মাধ্যমে প্রদান করা যাবে । যেমন-
  • বিকাশ ।
  • নগদ ।
  • রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট ইত্যাদি। 

তবে অর্ডিনারি আইটি যোগাযোগের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে  কিভাবে ফি  প্রদান করবেন।

বেতন থেকে কোর্স ফি প্রদান করা যাবে কী ?

না । বেতন থেকে কোর্স ফি প্রদান করা যাবে না। কারণ কোর্স ফি নেওয়া হয় আপনি যেন কাজে গুরুত্ব দেন তাই । কোর্স ফি না নিলে দেখা যায় অনেকে কাজ ঠিকমত করেনা আবার অনেকে কাজ করতে করতে বাদ দিয়ে দেয় । তাই কোর্স ফি নেওয়া হয়। এর মাধ্যমে যারা কাজ করে তারা মন দিয়ে কাজ করে । আর যদি  কাজ করতে করতে বাদ দিয়ে দেয়  তাহলে সেই টাকা আর ফেরত দেওয়া হয় না।

কিভাবে যোগাযোগ করতে হবে?

বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করার জন্য নিচে ক্লিক করতে হবে। তারপর  যেকোন মাধ্যমে যোগাযোগ করা যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Tushi
    Tushi ৮ জুলাই, ২০২৩ এ ৭:০২ PM

    ভারত থেকে কাজ করতে পারবো কি ?

    • Bondhumohol IT
      Bondhumohol IT ৩০ অক্টোবর, ২০২৩ এ ৬:১৪ PM

      yes but writting your bangla blog

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বন্ধুমহল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url